কলকাতা: আজ দোল। বাতাসে উড়ছে আবির...লাল..নীল..হলুদ..সবুজ..যেন মেঘলা আকাশের রামধনু নেমে এসেছে তোমার আমার আঙিনায়। মন ভাল করা কত কত রংয়ের ছড়াছড়ি...এ পাড়া...ও পাড়ায় রং-দস্যুদের দৌরাত্ম্য!! আজ আর কোনও রুটিন নয়..
আজ দল বেঁধে বন্ধুদের উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো...পেটপুরে খাওয়াদাওয়া..গানে-গানে, সুরে-সুরে নিটোল ছুটির আমেজে দিন কাটানো..তিলোত্তমা আজ সেজেছে ভারি...তার আনাচকানাচে আজ বাহারি রংয়ের ছড়াছড়ি।
রংয়ের উৎসবের আমেজে, নিত্যদিনের ব্যস্ততা ভুলেছে এ শহর....প্রিয় কলিকাতা আজ মুখে মুখে হয়ে গেছে হোলি-কাতা...তবু পুরানো সে দিনের কথা ভেবে মন উদাস কারও কারও..কিন্তু, রংয়ের এই উৎসবের দিনে উদাস জানালার পাশে একলা বসে কেন সময় নষ্ট...ওই তো...এলোমেলো বাতাস, কানে কানে এসে গাইছে...বসন্ত এসে গেছে।