চুরি করার সময় হাতেনাতে পাকড়াও পরিচারক
Web Desk, ABP Ananda | 23 Oct 2016 04:46 PM (IST)
কলকাতা: আলমারি খুলে টাকা চুরির সময় হাতে-নাতে গ্রেফতার পরিচারক। সল্টলেকের এসি ব্লকের বাড়িতে মাস খানেক আগে কাজ শুরু করে জয়নগরের বাসিন্দা সন্তোষ অগ্রবাল। তার পর থেকে বাড়িতে মাঝে মাঝেই চুরির ঘটনা ঘটত। প্রথম থেকে সন্তোষকে সন্দেহ করতেন পরিবাবের সদস্যরা। এর পর গতকাল সন্ধ্যায় বাড়ির একটি ঘরের আলমারি খোলার সময় তাকে দেখতে হাতে-নাতে ধরে ফেলেন পরিবারের সদস্যরা। খবর দেওয়া হয় বিধাননগর উত্তর থানায়। আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। গত কয়েকমাস ধরে বার বার শহরের বিভিন্ন প্রান্তে একাধিক চুরির ঘটনায় নাম জড়াচ্ছে পরিচারকদের। বিষয়টি নিয়ে চিন্তিত পুলিশ।