কালকাতা: এমজি রোড মেট্রো স্টেশনের কাছ থেকে গ্রেফতার ২ সোনা পাচারকারী। উদ্ধার ১৬ কেজি ২৩ গ্রাম ওজনের সোনার বিস্কুট।
ডিরেক্টরেট অফ রেভিনিউ ইনটেলিজেন্স বা ডিআরআই সূত্রে খবর, তাদের কাছে খবর ছিল, শনিবার সোনা পাচারের চেষ্টা হতে পারে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সন্ধেয় এম জি রোড মেট্রো স্টেশনের কাছে অফিসাররা ওঁত পাতেন! কিছুক্ষণের মধ্যেই ফাঁদে পা দেয় শিকার! গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় ২ জনকে প্রথমে আটক করা হয়।
ডিআরআই সূত্রে দাবি, তল্লাশিতে দেখা যায়, ওই দু’জনেরই কোমর, কাপড় জাতীয় কিছু দিয়ে মোড়া রয়েছে! সেই কাপড় সরাতেই একে একে বেরিয়ে আসে ১৪০টি সোনার বিস্কুট!
রাতভর জেরার পর গ্রেফতার করা হয় নদিয়ার বাসিন্দা অসিত রায় এবং শঙ্কর সরকারকে। তদন্তকারী মনে করছেন, সোনার বিস্কুটগুলি দুবাই ও সুইৎজারল্যান্ডে তৈরি। যা বাংলাদেশে পাচার করা হয়েছিল। তারপর হাতঘুরে তা এসেছে নদিয়া এবং সব শেষে কলকাতা।
ধৃতদের ৩ মে পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডিআরআই-এর আবেদনও মঞ্জুর করেছেন বিচারক।
মেট্রো স্টেশন থেকে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১৪০ সোনার বিস্কুট উদ্ধার, গ্রেফতার ২ পাচারকারী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2017 03:43 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -