কলকাতা: মাদককাণ্ডে নাসিক থেকে গ্রেফতার ১। মাদক-চক্রের কিংপিনের ডেরা দুবাইয়ে। দাবি ধৃতের। শতাধিক ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজে মাদক পাচারের অভিযোগ কবুল। দাবি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর।
কমলেশ বাসতে। বাড়ি মহারাষ্ট্রের নাসিকে। বয়স ২০। ক্লাস টুয়েলভ ড্রপআউট। উচ্চবিত্ত পরিবারের সন্তান। সেই মাদক পাচারে অন্যতম অভিযুক্ত। যাকে গ্রেফতার করেছে এনসিবি। আর এই গ্রেফতারির পর প্রকাশ্যে এসেছে মাদক-পাচারে দুবাই-যোগ!
গত বছর ডিসেম্বরে গ্রেফতার হন বিধাননগর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের নাতি নিলয় ঘোষ। পুলিশ সূত্রে খবর, তাঁকে জেরা করেই খোঁজ মেলে কমলেশের।
কনসাইনমেন্ট নম্বরের সূত্র ধরে নাসিকে একটি ক্যুরিয়র সংস্থার সেন্টার থেকে গ্রেফতার করা হয় কমলেশকে। জানা গিয়েছে, একটি এলএসডির দাম ১৭৫টাকা। সেটা বিক্রি করত আড়াই হাজারে। এনসিবি সূত্রে খবর, ধৃতকে জেরা করে জানা গিয়েছে, দুবাইয়ে রয়েছে মাদক পাচরচক্রের কিং পিন।
তদন্তকারীরা জানতে পেরেছেন, প্রায় ১০০টি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়াদের কাছে মাদক বিক্রি করেছেন কমলেশ বাসতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে এক্সট্যাসি, এমডিএমই-সহ বেশ কিছু মাদক।
কিন্তু কীভাবে চলত লেনদেন? এনসিবি সূত্রে খবর, ডার্ক ওয়েবের মাধ্যমে বিটকয়েনে চলত লেনদেন। ব্যবহার করা হত বিশেষ সফটওয়্যার। কীভাবে এই চক্রে জড়ালেন কমলেশ বাসতে? এনসিবি সূত্রে খবর, রাজস্থানের এক তরুণীর সঙ্গে কোটায় আলাপ। তার কাছ থেকে মাদক নিয়ে খেত। নেশায় ডুবে যায়। টাকার অভাব। সেখান থেকে তরুণীর পরামর্শে নিজেই বিক্রি করা শুরু করে। ধৃতকে জেরা করে কিং পিনের খোঁজ চালাচ্ছে এনসিবি।
চক্রের কিংপিনের ডেরা দুবাইয়ে, মাদককাণ্ডে নাসিক থেকে গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2018 07:39 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -