কলকাতা বিমানবন্দরে আটক নাইজিরীয় মহিলা, গোপনাঙ্গ থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক
ABP Ananda, Web Desk | 10 Jul 2018 08:15 AM (IST)
কলকাতা: কলকাতা বিমানবন্দরে নাইজিরীয় মহিলার গোপনাঙ্গ থেকে উদ্ধার হল নিষিদ্ধ মাদক। ওই মহিলাকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল কলকাতা বিমানবন্দরে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এক নাইজিরীয় মহিলার কাছ থেকে উদ্ধার হয় ২০টি এলএসডি ব্লট পেপার ও কোকেন। জিজ্ঞাসাবাদে মহিলা স্বীকার করেন, তাঁর গোপনাঙ্গে আরও মাদক রয়েছে। এরপরই তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, গোপনাঙ্গে মাদক রয়েছে। আজ সকালে রেডিওলজিস্টের মাধ্যমে ওই মাদক উদ্ধার করা হবে বলে জানিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, নাইজিরীয় মহিলা মুম্বই থেকে কলকাতায় আসেন। ওই মাদক কলকাতায় পাচারের জন্য আনা হয়েছিল।