রাজারহাট: মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং পুলিশ আধিকারিককে মারধরের অভিযোগ। রাজারহাটে গ্রেফতার তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী।
ক’দিন আগেই হাওড়ার শ্যামপুরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছিল পুলিশ। ওসি সুমন দাস এখনও হাসপাতালের ‘ইনটেনসিভ ট্রমা ইউনিটে’ ভর্তি! এবার কর্তব্যপালন করতে গিয়ে রাজারহাটে আক্রান্ত হল পুলিশ!
সূত্রের খবর, রবিবার রাত আটটা নাগাদ একটি বেপরোয়া গাড়ি এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে।
জখম ব্যক্তি বিষয়টি থানায় জানান। খবর যায় পুলিশের টহলদারি দলের কাছে। রাজারহাট চৌমাথায় গাড়িটিকে আটক করে পুলিশ।
নথিপত্র চাইলে বচসা শুরু হয়। অভিযোগ সেইসময় পুলিশ অফিসার শিবনাথ মণ্ডলকে এলোপাথারি ঘুসি মারেন গাড়ির চালক অভিজিৎ লাহিড়ি।
চোখের নিচে আঘাত লাগে ওই অফিসারের। এরপর ঘটনাস্থল থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।
মত্ত অবস্থায় গাড়ি চালানো ও পুলিশ আধিকারিককে মার, রাজারহাটে গ্রেফতার তথ্য প্রযুক্তি কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jan 2018 07:27 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -