কলকাতা:  ভরসন্ধেয় নব বালিগঞ্জ কলেজে ঢুকে ভাঙচুর। গ্রেফতার ২। সদ্য শেষ হওয়া ছাত্রভোটের সঙ্গে তাণ্ডবের যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কলেজ কর্তৃপক্ষ। কাঁচের গেট থেকে চেয়ার.....তছনছ সবকিছুই!বাদ গেল না সরস্বতী পুজো উপলক্ষ্যে আনা বক্সও!


সরস্বতী পুজোর সন্ধেয় নব বালিগঞ্জ কলেজে দফায় দফায় ভাঙচুর মত্ত যুবকদের। হামলার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরাতেও।

ফুটেজে দেখা যাচ্ছে, বুধবার সন্ধেয় প্রথমে এক যুবক কলেজে ঢোকে। বেশ কিছু তাণ্ডব চালানোর পর, সে বেরিয়ে যায়। পরে আরেকজন এসে ব্যাপক ভাঙচুর চালায়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় দুটি কাঁচের দরজা। উপস্থিত কয়েকজন ছাত্র বাধা দিলেও কোনও লাভ হয়নি। খবর যায় পুলিশে। একজনকে গ্রেফতার করে তারা। কিন্তু ১০ মিনিটের মধ্যে আরেক যুবক এসে আবার ভাঙচুর চালায়! অভিযোগ, হামলাকারীরা মত্ত অবস্থায় কলেজে ঢুকেছিল।

ঘটনায় ধৃত সুমিত পাণ্ডে ও আশিস মিশ্র রাজডাঙার বাসিন্দা। মঙ্গলবারই কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে টিএমসিপি। তাৎপর্যপূর্ণভাবে তার পরদিন সন্ধেতেই এভাবে কলেজে ভাঙচুর হল!

কিন্তু কেন এই হামলা? বুঝে উঠতে পারছে না কলেজ কর্তৃপক্ষও। ছাত্রভোটের সঙ্গে তাণ্ডবের যোগ থাকতে পারে বলে অনুমান অধ্যক্ষের।

বহিরাগতরা ভাঙচুর করেছে। উপস্থিত ছাত্ররা হয়তো কেউ কেউ চিনত। নেপথ্যে কে বা কারা রয়েছে? ভাঙচুরের উদ্দেশ্যই বা কি, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।