ট্রেন্ডিং

বাংলাদেশকে জব্দ করতে এবার 'বাণিজ্য-আক্রমণে' ভারত

'৬ সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

'২৭ জুনের মধ্যে মিটিয়ে দিতে হবে বকেয়া DA-র ২৫%, বকেয়া DA-র জন্য সরকারি কর্মীদের অন্ততকাল অপেক্ষায় রাখা যাবে না', DA মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলাদেশ থেকে 'রেডিমেড পোশাক, প্রসেসড ফুড' স্থলবন্দরের মাধ্যমে ঢুকবে না ভারতে ! বড় সিদ্ধান্ত কেন্দ্রের

ভারতের নম্বর ব্যবহার করে দেদার হোয়াটসঅ্যাপ! দেশে বসেই পাকিস্তানকে সাহায্য করছিল এই ৭ জন?
অবস্থানে চাকরিহারা শিক্ষকরা, সরকারের অবস্থান না জানা পর্যন্ত কর্মসূচি চালানোর সিদ্ধান্ত
ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের জালে পুলিশকর্তা
Continues below advertisement

কলকাতা: ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের জালে পুলিশকর্তা! ধৃত ও তাঁর আত্মীয়র বাড়িতে তল্লাশি!!
পুলিশ সূত্রে খবর, অলঙ্কার ঝা নামে বন দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে একটি মামলার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা। সেই তদন্তের তদারকিতে দুর্নীতি দমশ শাখার ডিএসপি শুভাশিস চক্রবর্তী। তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য অলঙ্কারের কাছে আড়াই লক্ষ টাকা দাবি করেন শুভাশিস। টাকা লেনদেনর জন্য ঠিক হয় উত্তর কলকাতার ডানলপের একটি রেস্তোরাঁ।
গোপন সূত্রে খবর পেয়ে ওৎ পেতে ছিলেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। সূত্রের খবর, শনিবার সন্ধে ৬টা নাগাদ রেস্তোরাঁয় আসেন শুভাশিস চক্রবর্তী। তিনি একা একটি টেবিলে বসেন। কয়েক মিনিট পর এক মহিলার সঙ্গে আসেন বন দফতরের আধিকারিক। তাঁরা বসেন অন্য টেবলে। কিছুক্ষণ পর বন দফতরের আধিকারিকের টেবলে চলে আসেন শুভাশিস। একটি কাগজ ও টাকা লেনদেনের সময় হাতেনাতে দু’জনকে পাকড়াও করেন গোয়েন্দারা।
গোয়েন্দাদের দাবি, উদ্ধার হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার টাকা। রবিরার আদালতে তোলা হলে ২ জনকেই ১০ দিন হেফাজতে চায় পুলিশ। কিন্তু ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ধৃতদের বিরুদ্ধে ১২০বি ধারায় অপরাধমুলক ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনের ৭ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। তিনটি ধারাই জামিন অয্যগ্য।
ধৃত শুভাশিস চক্রবর্তীর ডানলপের কোয়ার্টারে রবিবার সকালে হানা দেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। তাঁদের দাবি, উদ্ধার হয়েছে, বেশ কিছু নথি, এটিম কার্ড, ওড়িশার নম্বরওয়ালা গাড়ির কাগজপত্র। পাশাপাশি, ডানলপের অশোকগড়ে ধৃত পুলিশকর্তার আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে