ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের জালে পুলিশকর্তা

Continues below advertisement
কলকাতা: ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের জালে পুলিশকর্তা! ধৃত ও তাঁর আত্মীয়র বাড়িতে তল্লাশি!! পুলিশ সূত্রে খবর, অলঙ্কার ঝা নামে বন দফতরের এক আধিকারিকের বিরুদ্ধে একটি মামলার তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখা। সেই তদন্তের তদারকিতে দুর্নীতি দমশ শাখার ডিএসপি শুভাশিস চক্রবর্তী। তদন্ত ধামাচাপা দেওয়ার জন্য অলঙ্কারের কাছে আড়াই লক্ষ টাকা দাবি করেন শুভাশিস। টাকা লেনদেনর জন্য ঠিক হয় উত্তর কলকাতার ডানলপের একটি রেস্তোরাঁ। গোপন সূত্রে খবর পেয়ে ওৎ পেতে ছিলেন দুর্নীতি দমন শাখার গোয়েন্দারা। সূত্রের খবর, শনিবার সন্ধে ৬টা নাগাদ রেস্তোরাঁয় আসেন শুভাশিস চক্রবর্তী। তিনি একা একটি টেবিলে বসেন। কয়েক মিনিট পর এক মহিলার সঙ্গে আসেন বন দফতরের আধিকারিক। তাঁরা বসেন অন্য টেবলে। কিছুক্ষণ পর বন দফতরের আধিকারিকের টেবলে চলে আসেন শুভাশিস। একটি কাগজ ও টাকা লেনদেনের সময় হাতেনাতে দু’জনকে পাকড়াও করেন গোয়েন্দারা। গোয়েন্দাদের দাবি, উদ্ধার হয়েছে ২ লক্ষ ৪৮ হাজার টাকা। রবিরার আদালতে তোলা হলে ২ জনকেই ১০ দিন হেফাজতে চায় পুলিশ। কিন্তু ২৯ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। ধৃতদের বিরুদ্ধে ১২০বি ধারায় অপরাধমুলক ষড়যন্ত্র ও দুর্নীতি দমন আইনের ৭ ও ১২ ধারায় মামলা রুজু হয়েছে। তিনটি ধারাই জামিন অয্যগ্য। ধৃত শুভাশিস চক্রবর্তীর ডানলপের কোয়ার্টারে রবিবার সকালে হানা দেন দুর্নীতি দমন শাখার অফিসাররা। তাঁদের দাবি, উদ্ধার হয়েছে, বেশ কিছু নথি, এটিম কার্ড, ওড়িশার নম্বরওয়ালা গাড়ির কাগজপত্র। পাশাপাশি, ডানলপের অশোকগড়ে ধৃত পুলিশকর্তার আত্মীয়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ।
Continues below advertisement
Sponsored Links by Taboola