কলকাতা: আরও কাছে নিম্নচাপ। এই মুহূর্তে বিশাখাপত্তনমের ২৮০ কিলোমিটার পূর্বে অবস্থান তার। ক্রমে উত্তর-পূর্বে সরে কাল বিকেল নাগাদ নিম্নচাপ পৌঁছতে পারে বাংলাদেশের দরজায়। ফলে রবিবার রাতের পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

আপাতত তার শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। যদিও নিম্নচাপের জেরে দিনভর বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ-সহ শহরে।

রাজ্যের দিকে ঘূর্ণিঝড় আসার আশঙ্কা না থাকলেও তার প্রভাবে শনি ও রবিবারও হালকা থেকে মাঝারি, কখনও ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সমুদ্র উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের।