ডানকান হাউসে আগুন, বেশ কয়েকটি অফিস পুড়ে ছাই
ABP Ananda, web desk | 06 Sep 2016 02:37 AM (IST)
কলকাতা: ডানকান হাউসে বিধ্বংসী আগুন। ভোর পৌনে চারটে নাগাদ ৩১ নম্বর নেতাজি সুভাষ রোডের এই বাড়ির একতলায় আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে দোতলায়। বাড়িটিতে অনেকগুলি সংস্থার অফিস রয়েছে। ভস্মীভূত হয়ে যায় একতলা ও দোতলা। ঘটনাস্থলে যায় দমকলের ১৫টি ইঞ্জিন। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।