আজ মহাসপ্তমী৷ শাস্ত্রমতে পুজো শুরু৷ সপরিবারের মা দুর্গার পিতৃগৃহে প্রবেশের দিন৷ দেবীর নবপত্রিকাস্নান ও প্রাণ প্রতিষ্ঠা দিনের মুখ্য আচার৷ নটি ওষধি বৃক্ষকে ও নয় দেবীজ্ঞানে চলে এই স্নানপর্ব। নবপত্রিকার পরই দেবীর মহাস্নান। তারপর ঘটে দেবীর প্রাণপ্রতিষ্ঠা করে শুরু মহাপুজো। ষষ্ঠী যদি পুজোর প্রিমিয়ার হয়৷ তাহলে সপ্তমী পুজোর শুরু৷ সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে৷ আট থেকে আশি, আনন্দে সামিল সবাই। চারদিকে ঢাকের বাদ্যি আর শিউলির গন্ধ৷ প্রিয় মানুষ, চোরা চাউনি, টুকরো কথা৷