কলকাতা: কুমোরটুলি থেকে মেলবোর্নে পাড়ি দিল দুর্গাপ্রতিমা। আরও বেশ কিছু প্রতিমা বিদেশে যাওয়ার অপেক্ষায়। করোনা আবহে দুর্দিনের মধ্যেও আশার আলো কলকাতার পটুয়াপাড়ায়।


করোনার প্রভাব পড়েছে সর্বত্র। বাদ যায়নি কুমোরটুলিও। বাতিল হয়েছে একের পর এক প্রতিমার অর্ডার। আচমকাই কাজ কমে যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়ে প্রতিমাশিল্পীদের। তবে এরমধ্যেই কুমোরটুলিতে আশার আলো। কারণ এখানকার তৈরি দুর্গাপ্রতিমাই পাড়ি দিল অস্ট্রেলিয়ার মেলবোর্নে। বিদেশে যাচ্ছে ঠাকুর। তারজন্য নিতে হয়েছে বিশেষ সতর্কতাও।



প্রতিমাশিল্পী কৌশিক ঘোষ এবিপি আনন্দকে জানিয়েছেন, “করোনার কারণে এখন শিল্পীরা কম আসছেন। কাজ করার সময় প্রতিটা মুহূর্তে হাত স্যানিটাইজ করছি। প্রতিমাও স্যানিটাইজ করা হচ্ছে। বিদেশে পাঠানোর আগে যে বাক্সে প্রতিমা যাবে তাও স্যানিটাইজ করা হবে।”


শুধু মেলবোর্নই নয়। এখানে তৈরি আরও বেশ কিছু প্রতিমা বিদেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে। কিছুদিনের মধ্যেই কানাডা, আমেরিকা, ইতালিতে যাবে ঠাকুর। প্রতিমাশিল্পীদের আশা, এবার হয়তো ঠাকুর মুখ তুলে চাইবে। নতুন কিছু বরাত আসবে। ফের আগের ছন্দে ফিরবে কুমোরটুলি।