Durga Puja 2020 LIVE Updates: ‘বাংলা গোটা দেশকে দিশা দেখায়, বাঙালিরা দেশের গৌরব..’ দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করে মোদি

2020 Durga Pujo LIVE Updates, Pandal Guidelines and SOPs: ৷ করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে। ষষ্ঠীতে দেবীর বোধন। ইতিমধ্যেই মা এসে গিয়েছেন মণ্ডপে৷ শুরু হয়ে গেছে ঠাকুর দেখা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Oct 2020 05:59 PM
প্রধানমন্ত্রী জানান, ‘দেশজুড়ে নারীর ক্ষমতায়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জনধন যোজনা, মুদ্রা যোজনায় নারীদের ব্যাপক অংশগ্রহণ। তিন তালাক প্রথা রদ থেকে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’, মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে ২৬ সপ্তাহ করা---- নারীদের সুরক্ষায় সজাগ রয়েছে সরকার। নারী নির্যাতনে দোষীদের কঠোর শাস্তি।’
মোদির পরামর্শ, ‘পুজোর আনন্দেও সামাজিক দূরত্ব বজায় রাখুন। উৎসবের আনন্দে ভাসলেও মাস্ক পরতে ভুলবেন না। তিনি যোগ করেন, ‘বাংলা গোটা দেশকে দিশা দেখায়। বাঙালিরা দেশের গৌরব।’ মোদি যোগ করেন, ‘মা দুর্গা বাংলার ঘরে ঘরে মেয়ের মতো পূজিত হন। সব নারীকে দেবী দুর্গার মতো সম্মান করতে হবে।’
মোদি বলেন, ‘দুর্গাপুজোর সময় গোটা দেশ বাংলাময় হয়ে যায়। সবাইকে দুর্গাপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাই। বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য। বাংলার পবিত্রভূমিকে প্রণাম জানাই। উৎসবের এই উন্মাদনাই বাংলাকে চিনিয়ে দেয়।
সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
করোনা আবহে নিউ নর্মালে প্রথম পুজো। কিন্তু ষষ্ঠীর সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয়েছে বৃষ্টি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আজ থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
সল্টলেকের EZCC-তে দুর্গাপুজোর আয়োজনে এবার সরাসরি যুক্ত হয়েছে রাজ্য বিজেপির মহিলা মোর্চা এবং সাংস্কৃতিক সেল। আজ বেলা ১২টা নাগাদ পুজোর উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর, বাতিল করা হয়েছে সপ্তমী, অষ্টমী, নবমীর সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে আজ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ ও ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী থাকছে।
কালীঘাট মন্দিরে বন্ধ থাকবে গর্ভগৃহ।বাইরে থেকে রয়েছে দেখার ব্যবস্থা।
আগে সিদ্ধান্ত হয়েছিল পুজোর পাঁচ দিন খোলা থাকবে।
সেই সিদ্ধান্তের পরিবর্তন মন্দির কর্তৃপক্ষের
এবছর পুজোর সময় কম মেট্রো চলবে।সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেট্রো।

কুড়ি মিনিট অন্তর মেট্রো চলবে।অন্যান্য বছর পুজোয় মধ্যরাত পর্যন্ত মেট্রো চললেও এবছর কমানো হচ্ছে



কাল মহাষষ্ঠী, ভার্চুয়ালে পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।সল্টলেকের ইজেডসিসিতে পুজো উদ্বোধন নরেন্দ্র মোদির।
বেলা ১২টায় পুজো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
‘দুর্গাপুজো, অশুভের পরাজয়,‘শুভে’র বিজয়ের এক পবিত্র উৎসব।মা দুর্গার কাছে শক্তি, আনন্দ, সুস্বাস্থ্যের আশীর্বাদ প্রার্থনা করি।
কাল শারদীয়ার শুভেচ্ছা জানাবো। পুজোর আনন্দ একসাথে ভাগ করে নেব’।ট্যুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

প্রেক্ষাপট

কলকাতা: আজ পঞ্চমী৷ করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে। ষষ্ঠীতে দেবীর বোধন। ইতিমধ্যেই মা এসে গিয়েছেন মণ্ডপে৷ শুরু হয়ে গেছে ঠাকুর দেখা।

ষষ্ঠীর সন্ধায় বেল গাছের তলায় হয় দেবীর বোধন। যেন নেওয়া যাক, এর কারণ কী!

বোধন-বোধন অর্থাৎ জাগরন। আমরা জানি রামচন্দ্র রাবণকে বধ করার বর পাওয়ার জন্য দেবী দুর্গার পুজো করেছিলেন। সেই পুজো করতে হয়েছিল শরৎকালে। আমাদের এক বছর দেবতাদের একদিনের সমান। তাই আমাদের ছয়মাস দেবতাদের দিন আবার বাকি ছয় মাস দেবতাদের রাত। মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত ছয়মাসকে উত্তরায়ণ বলে। এই সময় দেবতারা জাগ্রত অবস্থায় থাকেন। আবার শ্রাবণ থেকে পৌষমাস পর্যন্ত ছয়মাসকে দক্ষিণায়ণ বলা হয়। এই সময়ে দেবতারা ঘুমিয়ে থাকেন। শরৎকাল দক্ষিণায়নের মধ্যে পড়ে। তাই শরৎকালের দেবীর কৃপা পাওয়ার জন্য রামচন্দ্রের দেবীকে জাগ্রত করার প্রয়োজন ছিল। যদিও বিভিন্ন পুরাণে রামচন্দ্রের বোধন করার কোনো উল্লেখ পাওয়া যায়না। সর্বত্রই ব্রহ্মাদেবীকে জাগ্রত করার জন্য তাঁর স্তব করছেন তেমনটাই পাওয়া যায়। ব্রহ্মা অন্যান্য দেবতাদের সঙ্গে পরে দেবীকে জাগ্রত করার জন্য স্তব করতে লাগলেন। এই সময়ে এক কুমারী দেবতাদের সামনে আবির্ভূত হয় বেলগাছের সামনে দেবীর বোধন করার পরামর্শ দেন। সেই মত ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা মর্ত্যে এসে এক নির্জন গভীর বনের মধ্যে একটা বেলগাছের সামনে একটি বালিকা মূর্তি দেখতে পান। দেবতারা সবাই মিলে আবার স্তব করতে থাকেন। তখন দেবী প্রসন্ন হয়ে জাগরিত হলেন এবং তাঁর বালিকা মূর্তি ছেড়ে চন্ডিকারূপে ব্যক্ত হলেন।

অনেকেই মনে করেন বৈদিকযুগে যখন প্রকৃতি পুজো প্রচলিত ছিল তখন শাকম্ভরীরূপে পুজো করার রীতি ছিল। এই শাকম্ভরী হল দুর্গা বা দেবীমুর্তির আদিরূপ। বিল্ববৃক্ষমূলে পুজো আসলে সেই প্রকৃতি পুজোর ধারাই চলে আসছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.