Durga Puja 2020 LIVE Updates: ‘বাংলা গোটা দেশকে দিশা দেখায়, বাঙালিরা দেশের গৌরব..’ দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করে মোদি

2020 Durga Pujo LIVE Updates, Pandal Guidelines and SOPs: ৷ করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে। ষষ্ঠীতে দেবীর বোধন। ইতিমধ্যেই মা এসে গিয়েছেন মণ্ডপে৷ শুরু হয়ে গেছে ঠাকুর দেখা।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Oct 2020 05:59 PM

প্রেক্ষাপট

কলকাতা: আজ পঞ্চমী৷ করোনা আবহে নিউ নর্মালে পুজো এবার অন্যরকম। স্বাস্থ্যবিধি মেনে পুজোর আনন্দ ভাগ করে নিতে হবে। ষষ্ঠীতে দেবীর বোধন। ইতিমধ্যেই মা এসে গিয়েছেন মণ্ডপে৷ শুরু হয়ে গেছে ঠাকুর...More