কলকাতা: #ভূমিকম্পে জলপাইগুড়িতে জখম তিন জন। বাড়ি থেকে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে জখম ওই তিনজন।
# কাঁপল বিহার, ঝাড়খণ্ড, এমনকী দিল্লি ও সংলগ্ন এনসিআরও।
# কলকাতার ২০ মিনিট পর আন্দামানে ভূমিকম্প।
#দিল্লি ও হরিয়ানায় ফের কম্পন অনুভূত হল।
#কম্পনের জেরে অসমে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। আতঙ্কে রাস্তায় নেমে এলেন অসংখ্য সাধারণ মানুষ। কিছুক্ষণের জন্য বন্ধ কলকাতার মেট্রো চলাচল।
সন্ধে ৭. ২৫-এ প্রথমবারের জন্য দুলে ওঠে কলকাতা। তার কয়েক সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয়বার কেঁপে ওঠে কলকাতা।
ভূমিকম্পের প্রভাবে বেহালায় মেট্রো রেলব্রিজে ফাটল দেখা দিয়েছে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র পক্ষ থেকে জানানো হয়েছে, রিখটর স্কেলে কম্পনের তীব্রতা ৬ দশমিক ৯। ভূমিম্পের কেন্দ্রস্থল ভারত-মায়ানমার সীমান্তে মাটির ১৩৪ কিলোমিটার গভীরে। কলকাতার পাশাপাশি, কম্পন অনুভূত হয়েছে মালদা, কোচবিহার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে। অন্যদিকে, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও দুই দিনাজপুরেও কম্পন অনুভূত হয়। কেঁপে উঠেছে দিল্লি, বিহার, হরিয়ানা, উত্তর প্রদেশ সহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যেও।
মায়ানমারে বেশ জোরাল কম্পন হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ৬.৯। তবে কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
মায়ানমারে রয়েছে মোহনবাগান দল। কোচ সঞ্জয় সেন টেলিফোনে জানিয়েছেন, তাঁরা সবাই সুরক্ষিত রয়েছেন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গোটা উত্তর-পূর্ব ভারতেই ভূমিকম্পের প্রভাব পড়েছে।
গত জানুয়ারিতেই কলকাতায় কম্পন অনুভূত হয়েছিল। বড় ক্ষয়ক্ষতি হয় মণিপুরে।
ফের ভূমিকম্প কলকাতা সহ রাজ্যে, মেট্রোর ব্রিজে ফাটল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Apr 2016 02:11 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -