কলকাতা: বউবাজার থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল তৈরির কাজ শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে শিয়ালদা থেকে বউবাজার পর্যন্ত সুড়ঙ্গের কাজ। সেজন্য শুক্রবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে শিয়ালদা ফ্লাইওভার।
শিয়ালদা থেকে বউবাজারমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময় কম্পন তৈরি হবে। সেই সময়ে উড়ালপুলে যানচলাচল করলে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণেই উড়ালপুল বন্ধ রাখা হচ্ছে।
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, শিয়ালদা ফ্লাইওভার বন্ধ থাকাকালীন দক্ষিণ কলকাতার দিক থেকে আসা গাড়িগুলিএজেসি বোস রোড হয়ে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে। উত্তর থেকে শিয়ালদা স্টেশনগামী গাড়িগুলি রাজাবাজার ক্রসিং থেকে নারকেলডাঙা মেন রোড,ফুলবাগান,বেলেঘাটা হয়ে ,শিয়ালদা স্টেশনে পৌঁছোবে।
উত্তরমুখী গাড়িগুলি মৌলালি থেকে এস এন ব্যানার্জি রোড, ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ, বিবেকানন্দ রোড হয়ে যাবে। দক্ষিণমুখী গাড়িগুলি মানিকতলা থেকে আমহার্স্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে লেনিন সরণি হয়ে যাবে।
এর আগে বউবাজার থেকে শিয়ালদামুখী টানেল খোঁড়ার সময় তিন দিন বন্ধ ছিল শিয়ালদা ফ্লাইওভার।