কলকাতা:তৃতীয় দফার ভোটের আগে রাজ্যে এসে নির্ধারিত সময়ের বৈঠকের আগেই রাজ্য পুলিশের ডিজিকে তলব করল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। খবর পেয়ে তড়িঘড়ি নির্ধারিত সময়ের চারঘণ্টা আগে কমিশনের সামনে উপস্থিত হন রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডি। বেলা ১২টা থেকে পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক শুরু হয়েছে। রবীন দেবের নেতৃত্বে বাম প্রতিনিধিদল ও সিদ্ধার্থনাথ সিংহর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল ইতিমধ্যেই পৌঁছেছে।

আজ সকালে বিমানবন্দর থেকে কমিশনের প্রতিনিধিরা পৌঁছন রাজারহাটের হোটেলে। সেখানে বেলা ১১-১২টা পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, পুলিশ, কেন্দ্রীয় বাহিনী-সহ অন্যান্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়। বেলা ১২টা থেকে দুপুর ৩টে থেকে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং নতুন পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক। আগামি রবিবার বীরভূম, মালদা, মুর্শিদাবাদ যে তিন জেলায় ভোট, সেখানকার পর্যবেক্ষকদের সঙ্গেও কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। বিকেল সাড়ে ৪টেয় সাংবাদিক বৈঠক।