কলকাতা: নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অর্থনীতি। এ নিয়ে তাঁর আশঙ্কার কথা আগেই বলেছিলেন, এখন দেখা যাচ্ছে, সেটাই সত্যি ছিল। এ বছরের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে দেশের আর্থিক বৃদ্ধি কমে ৬.১ শতাংশে দাঁড়ানোয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে এই পোস্ট করেছেন।

মুখ্যমন্ত্রী লিখেছেন,

নোটবাতিলের সময় থেকেই আমি বলে এসেছি, এর ফলে বিশাল ছাঁটাই হবে, ভালরকম কমে যাবে উৎপাদনশীলতার হার।

এখন দেখা যাচ্ছে, আমার ধারণাই ঠিক ছিল।

শেষ ত্রৈমাসিকে জিডিপি দাঁড়িয়েছে ৬.১ শতাংশ। ঠিক আগের জিডিপিই ছিল ৭.৯ শতাংশ। অর্থাৎ ২ শতাংশের কাছাকাছি জিডিপি পড়ে গিয়েছে।

কৃষি ও অসংগঠিত ক্ষেত্রের অবস্থা অত্যন্ত খারাপ, দেশজুড়ে চাকরি থেকে ছাঁটাই চলছে ইচ্ছেমত।

যারা দেশকে এই অবস্থায় এনে ফেলল, তাদের কী বলার আছে?

দেখুন মুখ্যমন্ত্রীর সেই পোস্ট