মুখ্যমন্ত্রী লিখেছেন,
নোটবাতিলের সময় থেকেই আমি বলে এসেছি, এর ফলে বিশাল ছাঁটাই হবে, ভালরকম কমে যাবে উৎপাদনশীলতার হার।
এখন দেখা যাচ্ছে, আমার ধারণাই ঠিক ছিল।
শেষ ত্রৈমাসিকে জিডিপি দাঁড়িয়েছে ৬.১ শতাংশ। ঠিক আগের জিডিপিই ছিল ৭.৯ শতাংশ। অর্থাৎ ২ শতাংশের কাছাকাছি জিডিপি পড়ে গিয়েছে।
কৃষি ও অসংগঠিত ক্ষেত্রের অবস্থা অত্যন্ত খারাপ, দেশজুড়ে চাকরি থেকে ছাঁটাই চলছে ইচ্ছেমত।
যারা দেশকে এই অবস্থায় এনে ফেলল, তাদের কী বলার আছে?
দেখুন মুখ্যমন্ত্রীর সেই পোস্ট