কলকাতা:  সারদাকাণ্ডে নলিনী চিদম্বরমকে তলব ইডির। আজ সকালে তলব করা হয় নলিনী চিদম্বরমকে। এরপরই ইডিকে ফ্যাক্স করেন নলিনী চিদম্বরম, জানালেন আসতে পারবেন না।  ইডি যে সমন পাঠিয়েছে, তার বিরুদ্ধে আদালতে মামলা করেছেন নলিনী চিদম্বরম। এভাবে কলকাতায় ডেকে এনে তাঁকে জেরা করা যায় না, ফ্যাক্স করে জানিয়েছেন নলিনী চিদম্বরম।

 

নলিনী চিদম্বরমকে ফের তলব, নাকি সময় দেওয়া হবে। উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত, খবর ইডি সূত্রে।