সবজির পাশাপাশি এবার দাম বাড়ছে ডিমেরও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2018 09:17 AM (IST)
কলকাতা: সবজির পর এবার চড়া ডিমের বাজারও। কলকাতার বাজারে প্রতি পিস ডিমের দাম ৬ টাকা। পাইকারি বাজারে প্রতি পিস ডিমের দাম পড়ছে ৪ টাকা ৭৩ পয়সা। ব্যবসায়ীদের দাবি, অন্ধ্রপ্রদেশ থেকে আসা ডিমের জোগান কম থাকায়, দাম বাড়ছে। যদিও পোলট্রি ফেডারেশনের দাবি, কয়েকজন অসাধু ব্যবসায়ী ডিমের দাম বেশি নিচ্ছে। এদিকে, ডিমের দাম বাড়ায় নাজেহাল মধ্যবিত্ত ক্রেতারা।