ঈদ: রাজ্যে ছুটি কাল-পরশু, কেন্দ্রে বৃহস্পতিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jul 2016 01:55 PM (IST)
কলকাতা: ঈদ উপলক্ষে ২দিন ছুটি ঘোষণা রাজ্য সরকারের। বুধ ও বৃহস্পতিবার ছুটি রাজ্য সরকারি দফতরে। নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে, আগামীকাল নয়, দিল্লিতে সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিসে ঈদের ছুটি থাকবে বৃহস্পতিবার। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রক। বিজ্ঞপ্তিতে এও বলা হয়, কর্মী সংগঠন এবং বিভিন্ন অফিসের প্রধানদের সঙ্গে কথা বলে, ঈদের ছুটি কবে দেওয়া হবে তা নিয়ে আলাদা সিদ্ধান্ত নিতে পারবে রাজ্যগুলি। সেই প্রেক্ষিতেই ২দিন ঈদের ছুটি ঘোষণা রাজ্যের।