কলকাতা: পাশের বাড়িতে পার্টিতে তারস্বরে গান চালানোর প্রতিবাদের জের, অসুস্থ মহিলাকে মারধর ও পুলিশকে হেনস্থার অভিযোগ। ৩ তরুণী-সহ গ্রেফতার ১১। পরে ১০ জনের জামিন।
হার্টের অসুখ। কানফাটা আওয়াজ সহ্য করতে পারেন না। তাই পাশের বাড়িতে জোরে গান বাজানোর প্রতিবাদ করেছিলেন একচল্লিশের বি, গড়িয়াহাট রোডের বাসিন্দা রুনু প্রামাণিক। অভিযোগ, এর জেরেই আক্রান্ত হতে হয়েছে তাঁকে।
রুনুদেবীর দাবি, পাশের একটি বাড়ির দোতলায় সকাল থেকেই পার্টি চলছিল। গভীর রাত পর্যন্ত তারস্বরে গান বাজানো হচ্ছিল। এতেই প্রচণ্ড কষ্ট হচ্ছিল তাঁর। তারস্বরে আওয়াজে অসুস্থ হয়ে পড়ছিলেন প্রৌঢ়া। রাত তিনটে নাগাদ ফোন পেয়ে ফের ওই বাড়িতে যায় পুলিশ। তখনই অভিযোগকারিণী ও তাঁর ছেলের ওপর চড়াও হয় অভিযুক্তরা। লেক থানার পুলিশকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ।
রুনুদেবীর অভিযোগ, ‘প্রচন্ড শব্দ করে পার্টি চলছিল। রাত সাড়ে বারোটার পর পুলিশকে খবর দিই। পুলিশ এসে বন্ধ করে দেয়। ১৫ মিনিট পর ফের তাণ্ডব শুরু হয়। পুলিশ যখন এল, তখন ছেলেকে নিয়ে গেলাম। পুলিশের সামনেই চড়াও হল অভিযুক্তরা।’ পার্টিতে উপস্থিত ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। যদিও প্রৌঢ়ার দাবি, কয়েকজন পালিয়ে গিয়েছে। শনিবার আলিপুর সিজেএম আদালতে পেশ করা হলে, দশ ধৃতকে জামিন দেন বিচারক। একজনের ৩ দিন জেল হেফাজত হয়েছে।
গত অগাস্ট মাসে শব্দদৌরাত্ম্যের ঘটনা দেখেছিল বিজয়গড়। গুরুতর অসুস্থ পূর্ণিমা মৈত্রর বাড়ির সামনে লাগাতার শব্দবাজি ফাটাচ্ছিল পাড়ার কয়েকজন যুবক। এই বৃদ্ধার মেয়ের দাবি, বারবার বললেও, তারা শব্দবাজি ফাটানো বন্ধ করেনি। তার জেরেই মায়ের মৃত্যু হয়। এবার কলকাতাতেই শব্দতাণ্ডবের প্রতিবাদ করায় আক্রান্ত অসুস্থ প্রৌঢা।
তারস্বরে গানের প্রতিবাদ, আক্রান্ত প্রৌঢ়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Nov 2016 07:42 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -