কলকাতা:  হাতির হাড় দিয়ে তৈরি সামগ্রী বিক্রি করার অভিযোগে ভবানীপুর থেকে গ্রেফতার এক জ্যোতিষী। অভিযোগ, ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ওই জ্যোতিষী দাবি করে, গজমুক্তো হাতির হাড় দিয়ে তৈরি। বিজ্ঞাপন দেখে পুলিশের সাহায্য নিয়ে বন দফতর ওই জ্যোতিষীকে গ্রেফতার করে। বন দফতর সূত্রে খবর, কয়েক কোটি টাকা এই সামগ্রীগুলিকে বিক্রির ছক কষেছিল ওই জ্যোতিষী। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬টি সামগ্রী। সেগুলিকে ল্যাবরেটরিতে পাঠানো হচ্ছে।