কলকাতা: প্রয়াত কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ি। ৮৬ বছর বয়সে আর জি কর হাসপাতালে মৃত্যু। ট্যুইটে শোকবার্তা মুখ্যমন্ত্রীর।  পবিরার সূত্রে খবর, কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন শিল্পী। বুধবার সকালে ভর্তি করা হয় হাসপাতালে। বৃহস্পতিবার দুপুরে সব শেষ।
১৯৩১ সালের ১৬ মার্চ নদিয়া জেলার নবদ্বীপে জন্ম চণ্ডী লাহিড়ির। ১৯৫২ সালে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। ১৯৬১ সালে পথ চলা শুরু কার্টুনিস্ট হিসেবে। আনন্দবাজার গোষ্ঠীতে যোগ দেন ১৯৬২ সালে। মৃত্যুর আগের দিন পর্যন্ত কার্টুন এঁকেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের জন্য। লিখেছেন বহু বই। সংবাদপত্র ও ম্যাগাজিনে তাঁর কার্টুন সাধারণ মানুষের খবর পড়ার আনন্দকে বাড়িয়ে দিয়েছিল বহুগুণ।


[embed]https://twitter.com/MamataOfficial/status/953967597363408897[/embed]

শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, শিল্পীর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর কাজ চিরকাল আমাদেরকে আনন্দ দিয়ে যাবে। শিল্পীর পরিবারকে সমবেদনা জানাই।
কার্টুন ছিল তাঁর প্রাণ। হাসপাতালে যাওয়ার আগেও ছবি এঁকেছিলেন বাড়িতে। হাসপাতালে গিয়েও চেয়েছিলেন কাগজ-পেন্সিল। কিন্তু আর ছবি আঁকা হয়নি সেই সাদা কাগজে। ফেরা হয়নি বাড়ি। হাসপাতালের বিছানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কার্টুনিস্ট চণ্ডী লাহিড়ি। রাতে হাসপাতাল থেকে শিল্পীর মৃতদেহ আনা হয় বেলগাছিয়ার রাজা মণীন্দ্র রোডের বাড়িতে। সেখানে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ।