কলকাতা: ‘মরা হাতি লাখ টাকা।’ ‘কোবরা পিঁপড়ে খেলেও মরা কোবরাকে খায় পিঁপড়েই।’ সারদাকাণ্ডে জেলবন্দি মদন মিত্রর জামিনের আর্জি খারিজ করার পক্ষে সওয়াল করতে গিয়ে বৃহস্পতিবার এই মন্তব্যই করেন সিবিআইয়ের আইনজীবী।
বৃহস্পতিবার, আলিপুর জেলা ও দায়রা আদালতে প্রাক্তন মন্ত্রীর আইনজীবী সওয়াল করে বলেন, মদন মিত্র এখন আর প্রভাবশালী নন। মন্ত্রিত্ব হারিয়েছেন, ভোটেও পরাজিত হয়েছেন। এবং তাঁর মক্কেলের বিধানসভা ভোটে হারের কারণ সিবিআই। দীর্ঘদিন ধরে জেলবন্দি মদন মিত্র।হাসপাতালেও যাননি তিনি। তদন্ত প্রক্রিয়ার কোনও উন্নতিও চোখে পড়েনি। তাই মদন মিত্রকে যে কোনও শর্তে জামিন দেওয়া হোক।
পাল্টা মদন মিত্রের জামিন আর্জির বিরোধিতায় সিবিআইয়ের আইনজীবী কে রাঘবচারুলু বলেন, মদন মিত্র আমাদের জন্য ভোটে হারেননি। হেরেছেন সারদায় আমানতকারীদের অভিশাপে। ঠিক যেমন, জীবন্ত অবস্থায় কোবরা পিঁপড়ে খায়, তেমনই মারা গেলে সেই কোবরাকেই আবার পিঁপড়েরা খায়।
প্রভাবশালী তত্ত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে সিবিআইয়ের আইনজীবী যুক্তিজাল সাজিয়ে বলেন, মরা হাতি লাখ টাকা। মদন মিত্র মন্ত্রী-বিধায়ক থাকুন বা না থাকুন, তাঁর প্রভাব অনস্বীকার্য। জামিন পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। শুক্রবার মদন মিত্রের জামিনের আর্জির প্রেক্ষিতে রায়দানের সম্ভাবনা।