কলকাতা: দিল্লির যন্তরমন্তরে এক পদ এক পেনশনের দাবিতে বিক্ষোভরত প্রাক্তন সেনাকর্মীদের জোর করে সরিয়ে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইট করে বলেছেন, ‘দিল্লি পুলিশ যেভাবে এক পদ এক পেনশনের দাবিতে বিক্ষোভরত প্রাক্তন সশস্ত্র সেনাকর্মীদের জোর করে সরিয়ে দিয়েছে, সেটা লজ্জাজনক।’



প্রাক্তন সেনাকর্মীরা গত দু’বছর ধরে এক পদ এক পেনশনের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন। জাতীয় পরিবেশ আদালত যন্তরমন্তরে ধরনা ও বিক্ষোভ নিষিদ্ধ করে দিয়েছে।। এই নির্দেশকে হাতিয়ার করে বিক্ষোভরত প্রাক্তন সেনাকর্মীদের জোর করে সরিয়ে দিয়েছে পুলিশ।



প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কাশ্মীরের গুরেজ উপত্যকায় গিয়ে সীমান্তে মোতায়েন সেনাকর্মীদের তাঁর পরিবারের অংশ বলে উল্লেখ করেছিলেন। বিক্ষোভরত সেনাকর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ করে প্রধানমন্ত্রীর সেই মন্তব্যকে কটাক্ষ করেছেন মমতা। তিনি যন্তরমন্তরের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন।