কলকাতা: এক বছর এক মাসের সম্পর্কের ইতি। বিজেপি-তে গিয়েও ‘ঘরে ফিরে এলেন’ দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র। তিনি একা নন, ‘ঘরওয়াপসি’ হল তাঁর ভাই প্রশান্ত মিত্ররও। প্রশান্ত গঙ্গারামপুর পুরসভার চেয়ারপার্সন। মাসখানেক আগেই তিনি পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন। শুক্রবার তৃণমূল ভবনে এসে বিপ্লব ও প্রশান্ত দু’জনেই ফের পুরনো দলে যোগ দিলেন। দলে দুই নেতাকে স্বাগত জানালেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।



(বিপ্লব মিত্র)


বিপ্লব-প্রশান্তের তৃণমূলে যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা তৃণমূলের কো-অর্ডিনেশন কমিটির সদস্য অর্পিতা ঘোষও। একুশে বিধানসভা ভোটের আগে প্রাক্তন জেলা সভাপতি বিল্পব মিত্রকে ফিরিয়ে বিজেপি-কে খানিক ধাক্কা দিল তৃণমূল, এমনই মত ওয়াকিবহল মহলের। সম্প্রতি বিজেপি-তে গিয়েও ২৪ ঘণ্টার মধ্যে দল ছাড়ার বিরল দৃষ্টান্ত রেখেছেন ফুটবলার মেহতাব হোসেন। যদিও তিনি তৃণমূলে যোগ দেননি।


প্রসঙ্গত, তৃণমূলে ফেরা নিয়ে বিপ্লব মিত্র বলেন, “আমার দলে যোগ হচ্ছে না। আমি ঘরে ফিরলাম।” ১৯৯৮ সালে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়েই সেদিন কংগ্রেস ছেড়েছিলেন তিনি। এবারও তাই হল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফেরার ডাকেই ফের তৃণমূলে বিপ্লব। দিল্লিতে গিয়ে কৈলাস বিজয়বর্গীয়র থেকে গেরুয়া উত্তরীয় পরার বছর খানেকের মধ্যেই ‘মোহমুক্তি’ হল তাঁর। ‘ঘরে ফিরে’ প্রাক্তন তৃণমূল জেলা সভাপতি বলেন, “মাঝে বিচ্যুতি হয়েছিল, ঘরে ফিরে এলাম।”