নথি জাল করে প্রতারণার অভিযোগে গ্রেফতার প্রাক্তন নৌ-সেনা আধিকারিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2017 09:02 AM (IST)
কলকাতা: প্রাক্তন নৌ-সেনা আধিকারিকের বিরুদ্ধে জমির নথি জাল করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। সল্টলেক থেকে গ্রেফতার অভিযুক্ত। ধৃত রমন বেঙ্কাইয়া রাঘবন নৌবাহিনী থেকে অবসরের পর, সল্টলেকের এসি ব্লকে অফিস খুলে জমি-বাড়ির ব্যবসা শুরু করেন। কয়েকমাস আগে নিউটাউনের বাসিন্দা এক মহিলা বিধাননগর দক্ষিণ থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, নিউটাউনের একটি জমির নথি জাল করে ৪০ লক্ষ টাকা প্রতারণা করেন প্রাক্তন ওই নৌ-আধিকারিক। গতকাল রাতে সল্টলেক থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।