কলকাতা: নোট বাতিলের পরও রক্ষা নেই। ৮ নভেম্বরের আগে জাল নোট নিয়ে যে আশঙ্কা ছিল, নোট বাতিলের ৪ মাসের মাথাতেও ছবিটা যে আদৌ বদলায়নি, হাতেনাতে মিলল তার প্রমাণ।
খিদিরপুরের ফ্যান্সি মার্কেট থেকে উদ্ধার হল ৫৬ লক্ষ ৭৪ হাজার টাকার জাল নোট! তাও আবার সব নতুন ২ হাজার টাকার নোট! গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। নোটের বান্ডিলের গায়ে লাগানো রয়েছে ব্যাঙ্কের স্টিকার। সূত্রের দাবি, এই প্রথম নতুন ২ হাজার টাকার নোটে এত পরিমাণ জাল নোট উদ্ধার হল।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ফ্যান্সি মার্কেটে তল্লাশি চালায় কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা।পুলিশ সূত্রে খবর, একটি মোবাইল ফোনের দোকানে এসেছিল অভিযুক্তরা। তখনই জাল নোট সমেত হাতেনাতে গ্রেফতার করা হয় ৫ জনকে। ধৃতরা হাওড়া ও বাঁকুড়ার বাসিন্দা।
নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, নোট বাতিলের ফলে জাল নোটের রমরমা বন্ধ হবে। কিন্তু, নোট বাতিলের পরও যেভাবে কখনও মালদা, কখনও মুর্শিদাবাদ থেকে জাল দু’হাজার টাকার নোট উদ্ধার হয়েছে, তা পুলিশের উদ্বেগ বাড়িয়েছে। আর এবার খাস কলকাতা থেকে উদ্ধার হল নতুন দু’হাজারের জাল নোট।
কলকাতায় উদ্ধার ৫৬ লক্ষ টাকা মূল্যের জাল ২ হাজারের নোট, গ্রেফতার ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Mar 2017 09:29 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -