আবির দত্ত, কলকাতা: কলকাতায় বসে বিদেশে প্রতারণা!বড়সড় চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। গ্রেফতার ১১ জন। পুলিশ সূত্রে দাবি, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশে ফোন করত ধৃতরা।
কখনও সফটওয়্যার বিক্রি!তো কখনও পুরস্কার জেতার টোপ দিয়ে নেওয়া হত টাকা।কিন্তু ক্রেতারা না পেতেন সফটওয়্যার, না মিলত পুরস্কার!
বেশ কয়েকদিন ধরেই এই অভিযোগ পাচ্ছিল পুলিশ। তার ভিত্তিতে শুক্রবার রাতে কসবা, যাদবপুর ও বেনিয়াপুকুরের কয়েকটি কল সেন্টারে হানা দেয় কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। ১১জনকে গ্রেফতারের পাশাপাশি, বাজেয়াপ্ত করা হয় বেশ কয়েকটি ল্যাপটপ ও হার্ডডিস্ক।
গত বৃহস্পতিবার আইপিএল-এ বেটিং চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতার বিভিন্ন জায়গা থেকে ৯ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।
তাদের সঙ্গে এই কল সেন্টার প্রতারণাকাণ্ডের কোনও যোগ আছে কিনা, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কত টাকার প্রতারণা করা হয়েছে, ধৃতদের জেরা করে তাও জানার চেষ্টা করছে পুলিশ।
কখনও সফটওয়্যার বিক্রি, কখনও পুরস্কারের টোপ, শহরে কল সেন্টার খুলে বিদেশে প্রতারণা, গ্রেফতার ১১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Sep 2020 07:35 AM (IST)
কলকাতায় বসে বিদেশে প্রতারণা!বড়সড় চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। গ্রেফতার ১১ জন। পুলিশ সূত্রে দাবি, ভুয়ো কল সেন্টার খুলে বিদেশে ফোন করত ধৃতরা।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -