জাল নথি দিয়ে ক্রেডিট কার্ড বানিয়ে টাকা হাতানোর চক্র ফাঁস, গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের অফিসার
ABP Ananda, web desk
Updated at:
22 Apr 2017 12:38 PM (IST)
কলকাতা: ব্যাঙ্কের মধ্যে বসেই জাল নথি দিয়ে ক্রেডিট কার্ড তৈরি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ব্যাঙ্ককর্মীদের বিরুদ্ধে। গ্রেফতার বেসরকারি ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের ওই বেসরকারি ব্যাঙ্কে কাজল জানা পরিচয়ে জাল নথি দিয়ে অ্যাকাউন্ট খোলেন উজ্জ্বল কুণ্ডু নামে এক ব্যক্তি। ওই ব্যাঙ্কেরই কর্মী অনুপম ভৌমিক তাঁকে একাজে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, এভাবে বিভিন্ন ব্যক্তির নামে ক্রেডিট কার্ড তৈরি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়। তদন্তে নেমে প্রথমে উজ্জ্বল কুণ্ডুকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাকে জেরা করার পর গ্রেফতার হন ব্যাঙ্ককর্মী অনুপম ভৌমিক। অনুপমকে জেরা করে খোঁজ মেলে ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার সুতীর্থ সাহার। সুতীর্থ ক্রেডিট কার্ড সংক্রান্ত নথির স্পট ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -