সল্টলেকে চেম্বার খুলে গ্রেফতার ভুয়ো চিকিত্সক
ABP Ananda, web desk
Updated at:
05 Oct 2016 12:49 PM (IST)
সল্টলেকে: সল্টলেক থেকে গ্রেফতার ভুয়ো চিকিত্সক। জেরায় অপরাধ কবুল, দাবি পুলিশের। পুলিশ সূত্রে খবর, বছর দুয়েক আগে বরানগরের বাসিন্দা পরিতোষ চক্রবর্তী সল্টলেকের সুকান্তনগর এলাকায় চেম্বার খুলে বসে। চলছিল রোগী দেখা। গতকাল চিকিত্সকের পরিচয় নিয়ে এক রোগীর পরিবারের সন্দেহ হয়। বিধাননগর দক্ষিণ থানায় দায়ের হয় অভিযোগ। এরপরই ভাড়া বাড়ির চেম্বার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত জানিয়েছে, তার পড়াশোনা দ্বাদশ শ্রেণি পর্যন্ত। দাবি পুলিশের।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -