কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে অভিযুক্ত জঙ্গিদের পর এবার জালে জালনোট পাচারের বড় চাঁই অসীম সাহা। যশোর রোড থেকে অসীমকে গ্রেফতার করেছে এনআইএ। মালদার বাসিন্দা অসীমকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল এনআইএ। তাকে ধরতে ৫০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়।
এনআইএ সূত্রে দাবি, মালদায় বসে অসীম চেন্নাই, পুণে, পঞ্জাবে জাল নোট পাচার করত। ২০১৫ সালে মালদার কালিয়াচকে ন’লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়। কয়েকজনকে গ্রেফতারও করা হয়। কিন্তু, সেবার হাত ফস্কে বেরিয়ে যায় অসীম। পরে রাজ্যর বাইরে গ্রেফতার করা হয় অসীম সাহাকে।
জামিনে ছাড়া পেয়েই গা ঢাকা দেয় অসীম। এবার যশোর রোড থেকে এনআইএ-র জালে সেই জাল-নোট-চক্রের চাঁই। এনআইএ-র তদন্তকারীদের অনুমান, অসীমের সঙ্গে জঙ্গিদেরও যোগাযোগ রয়েছে।
ধৃতকে জেরা করে এ ব্যাপারে আরও তথ্য বার করার চেষ্টা চালাচ্ছে এনআইএ।