কলকাতা: এক জায়গায় লেখা কলকাতা পুলিশ। আবার নম্বর প্লেটের জায়গায় লেখা ভারত সরকার। কলকাতা পুলিশ সূত্রে খবর, দু’রকম লেখা দেখেই সন্দেহ হয় কর্তব্যরত ট্রাফিক পুলিশকর্মীদের।
মঙ্গলবার সকাল ১১টা নাগাদ মাঝেরহাট ব্রিজের কাছে তারাতলার দিক থেকে আসা এরকম একটি গাড়ি আটক করেন সাউথ-ওয়েস্ট ট্রাফিক গার্ডের ওসি-সহ পুলিশকর্মীরা।
পুলিশের দাবি, গাড়িটি বেহালা থানার ওসি-র বলে দাবি করেন গাড়ির মালিক সুপ্রিয় ঘোষ। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় নীলবাতি ও কলকাতা পুলিশের এসআইয়ের ইউনিফর্ম ও ভুয়ো পরিচয়পত্র।
পরিচয় ভুয়ো জানার পরই সুপ্রিয় ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আলিপুর থানার পুলিশ খতিয়ে দেখছে, কতদিন ধরে কীভাবে এই কাজ করছেন ধৃত ব্যক্তি। কীভাবে ইউনিফর্ম বা পরিচয়পত্র পেলেন, তাও দেখা হচ্ছে।
ভুয়ো পুলিশ পরিচয়ে ‘প্রতারণা’, উদ্ধার নীলবাতি, এসআইয়ের ইউনিফর্ম, ভুয়ো পরিচয়পত্র, গ্রেফতার ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 11:38 PM (IST)
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -