ভাবুন তো, সারাদিন খাটাখাটনির পর বাড়ি ফিরছেন, কিন্তু আসতে হবে সেই গলির মধ্যে আলোবাতাসহীন ঘুপচি ফ্ল্যাটে। একটু বিনোদনের জন্যেও যেতে হবে সেই সাত মাইল দূরে তেল পুড়িয়ে বা গাড়িভাড়া দিয়ে কোনও রেস্তোরাঁয় অথবা শপিংমলে। বারান্দায় বসে যে নিরিবিলিতে কিছুক্ষন সময় কাটাবেন তারও জো নেই কারণ বারান্দার সামনেই বিশাল ফ্ল্যাট, আর তাতে কৌতূহলী প্রতিবেশী। মানুষ যাবেই বা কোথায়? একটা জায়গা কিন্তু আছে যাওয়ার। হাইল্যান্ড রিভারের ক্যালকাটা রিভারসাইড – গঙ্গাবক্ষে এই সংহত উপনগরের ফ্ল্যাটগুলিতে পেয়ে যাবেন আপনার সব স্বপ্নের উত্তর।
নিউআলিপুর থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত হাইল্যান্ডরিভারের ক্যালকাটা রিভারসাইড আপনার জন্যে নিয়ে এসেছে বেশ কয়েকটি সুবিধে। এই ফ্ল্যাটগুলির শুধু দামটাই কম নয়, এখানে থাকাটাও বেশ সাশ্রয়ীমূল্য। তার সবথেকে বড় কারণ হলো এখানে থাকলে,একছাদের তলায় আপনি পেয়ে যাচ্ছেন সব রকমের সুযোগসুবিধে। চলুন দেখা যাক কি সেই সুবিধেগুলি:


খেলাধুলা ভালবাসেন? হাইল্যান্ডরিভারের ক্যালকাটা রিভারসাইড কমপ্লেক্সের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন ইনডোর বাস্কেটবল এবং ব্যাডমিন্টন কোর্ট। শুধু তাই নয়, আপনি যদি গল্ফ খেলতে ভালবাসেন, তাহলে এখানেই আপনি পেয়ে যাবেন বিশাল নাইন হোল গল্ফকোর্স। ছুটির দিনগুলি সুন্দর কাটিয়ে দিতে পারবেন সবুজ ঘাসের ওপর গল্ফ খেলে, আর প্রতি সন্ধ্যে অফিসের পর একটুআধটু বাস্কেট বল বা ব্যাডমিন্টন হলে মন্দ কি? এতে আপনার শরীর থাকবে সুস্থ এবং মন তরতাজা। ব্যাডমিন্টন না খেলতে চাইলে, স্কোয়াশ কোর্ট এবং টেবিল টেনিস খেলার জায়গাও আছে। আর যদি আপনি তাস খেলার ভক্ত, তাহলে আপনি এখানে পেয়ে যাবেন আলাদা কার্ডরুম। কচিকাঁচাদের জন্য থাকছে ক্রিকেট খেলার বিশেষ ব্যবস্থা কারণ এর মধ্যেই আপনি পেয়ে যাবেন সৌরভ গাঙ্গুলি অ্যাকাডেমি। তাই আপনার ছেলে কিংবা মেয়ের যদি ক্রিকেটের প্রতি ঝোঁক থাকে, তাঁদের স্বপ্নপূরণ করতে আর বেশি দূর বাড়ির বাইরে যেতে হবে না।


- এছাড়াও থাকছে সুইমিং পুল, আর তার সঙ্গে সবরকম সুযোগ সুবিধে। যদি আপনি সাঁতার কাটতে ভালবাসেন তাহলে তার জন্য আপনাকে আর বাইরের কোনো ক্লাবে নাম লেখাতে হবে না। আপনার আবাসনের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন বিশাল সাইজের সুইমিংপুল ও তাতে নির্দ্বিধায় সাঁতার কাটার সুযোগ। যতক্ষণ ইচ্ছে রিল্যাক্স করুন, সাঁতার কাটুন অথবা পুল লাউঞ্জের ডেকচেয়ারে বসে রোদ্দুর পোহান।
আপনার দৈনন্দিন কেনাকাটার জন্যেও আপনাকে আর দূরে রোদ-বৃষ্টি, কাদার মধ্যে বাজার যেতে হবে না, কারণ এই হাইল্যান্ড রিভারের ক্যালকাটা রিভারসাইডের ভেতরেই থাকছে রিটেইল হাব। সেই রিটেইল হাবে আপনি পেয়ে যাবেন আপনার দরকারের সমস্ত জিনিস। সবজি থেকে প্রসাধনী, সব কিছু!


- হাইল্যান্ড রিভারের ক্যালকাটা রিভার সাইডের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বিলাসবহুল ক্লাব হাউস যেখানে বিনোদনের সমস্ত রকমের ব্যবস্থা থাকছে। থাকছে কফিশপ, সুস্বাদু খাবারের রেস্তোরাঁ ও বার, লাইব্রেরি এবং একটি মিনি থিয়েটার। সুতরাং, সিনেমা দেখার জন্যেও আপনাকে আর বাইরে যেতে হবে না। সবই আপনি পেয়ে যাচ্ছেন একদম বাড়ির কাছেই।
- এই সকল সুযোগসুবিধা ছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন আরও কিছু আকর্ষণীয় জিনিস যেমন শরীর সুস্থ রাখার জন্য জিম, যোগাসন ও পিলাটিসের ব্যবস্থা, সুন্দর থাকার জন্য স্পা, সৌনা ও স্যালন, বিয়ে, উপনয়ন বা জন্মদিন পালন করার জন্য ব্যানকোয়েট হল, ছোট বাচ্চাদের খেলার আলাদা জায়গা, এবং আরও ছোট বাচ্চাদের জন্য ক্রেশ।
তাহলে আর অপেক্ষা কিসের? হাইল্যান্ডরিভারের ক্যালকাটারিভারসাইডে এখন সাইট ভিজিট চলছে, এবং এখানে নিয়ে আসার ও আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার সমস্ত দায়িত্ব আমাদের। সুতরাং, সাইট দেখার জন্য আপনারা বিল্ডারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।