গ্রেফতারির ২১ মাস পর জামিন পেলেন মদন মিত্র, ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Sep 2016 11:47 AM (IST)
কলকাতা: অবেশেষ জামিন পেলেন মদন মিত্র। সারদাকাণ্ডে মদন মিত্রের জামিন। গ্রেফতারির ২১ মাস পর ফের মদনের জামিনের আর্জি মঞ্জুর করল আলিপুর আদালত। মদন আর প্রভাবশালী নয়, কার্যত সিলমোহর দিয়েছে আদালত। ৩০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। স্থানীয় থানায় পাসপোর্ট জমা রাখতে হবে মদনকে। সপ্তাহে একদিন হাজিরা দিতে হবে থানায়। গত বছর ৩১ অক্টোবর জামিন পান মদন। ১৯ নভেম্বর জামিন খারিজ হয় মদনের।