কলকাতা: জেল থেকে বেরোলেন মদন মিত্র। দীর্ঘ ২১ মাস জেলে থাকার পর অবশেষে জামিনে মুক্তি। তাঁকে নিতে সকালেই জেলে হাজির হন পরিবারের সদস্যরা।

আলিপুর আদালত ভবানীপুর থানা এলাকায় থাকার নির্দেশ দিয়েছে। মদন মিত্রর বাড়ি কালীঘাট থানা এলাকায়। তাই আপাতত ভবানীপুর এলাকায় একটি হোটেলে থাকছেন মদন মিত্র। সূত্রের খবর, মদন মিত্রর আইনজীবীরা আদালতে আবেদন জানাবেন, নির্দেশনামায় যেন ভবানীপুর থানা এলাকার বদলে কালীঘাট থানা এলাকা করে দেওয়া হয়।

শুক্রবার ৩০ লক্ষ টাকার সিকিউরিটি বন্ডে মদন মিত্রর জামিন মঞ্জুর করে আলিপুর জেলা ও দায়রা আদালত। রাত ১০টা নাগাদ আদালত থেকে নির্দেশনামা আলিপুর জেলে এসে পৌঁছয়। এরপরই শুরু হয় জেল থেকে মুক্তির প্রক্রিয়া।