কলকাতা: কলেজ স্কোয়ারে সুইমিং পুলে তলিয়ে যাওয়া লাইভ সেভিয়ার কাজল দত্তের দেহ উদ্ধার। প্রায় ২০ ঘণ্টা পর রাত ৩টে নাগাদ দেহ উদ্ধার করেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা।


পুলিশ সূত্রে খবর, সুইমিং পুলের বাঁশ ও কাঠের অস্থায়ী কাঠামোতে আটকে ছিল দেহ। মৃতের পিঠে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কাঠামোতে দেহ আটকে যাওয়ার জেরেই ওই আঘাত হয়েছে বলে দাবি পুলিশের।

তল্লাশির সময় সুইমিং পুলের জল কিছুটা বের করে দেওয়া হয়েছিল। জল কমতেই মৃতের হাত দেখতে পান বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। চিংড়ি মাছ ধরতে মাঝে মধ্যে পুলে নামতেন ওই ব্যক্তি। ডুব সাঁতার দিয়ে চিংড়ি ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়েছিলেন না কি শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে দানা বেঁধেছে রহস্য।

মৃত্যুর কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গতকাল সকাল ৭টা নাগাদ পুলে সাঁতার কাটতে নেমে তলিয়ে গিয়েছিলেন কাজল দত্ত।