কলকাতা: বিধানসভায় রাজ্যের নাম বদল নিয়ে সরকারের আনা প্রস্তাব পাশ। ভোটাভুটিতে খারিজ বামেদের আনা সংশোধনী প্রস্তাব। বাংলায় পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রাখলেও, ইংরেজিতে রাজ্যের নাম ‘বেঙ্গল’ রাখা হবে বলে সরকার প্রস্তাব পেশ করে। কিন্তু সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বাংলা ও ইংরেজিতে ‘বাংলা’ নাম রাখার পক্ষে সংশোধনী চেয়ে প্রস্তাব দেন। এ নিয়ে ভোটাভুটিতে অবশ্য খারিজ হয়ে যায় বামেদের আনা সংশোধনী প্রস্তাব।

এদিকে, রাজ্যের নাম বদল নিয়ে বিধানসভায় তুমুল হৈ-হট্টগোল হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য চলাকালীন বাম ও কংগ্রেস বিধায়করা বাধা দেন। এরপরই জোটকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াক আউট করেন কংগ্রেস বিধায়করা। যদিও ওয়াক আউটে সামিল হননি মানস ভুঁইয়া। ওয়াক আউট করেননি বাম বিধায়করাও।