কলকাতা: নামছে পারদ। টানছে বাতাস। সকাল-সন্ধে ঠান্ডা ঠান্ডা ভাব। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। পশ্চিমাঞ্চলে ১৮ থেকে ১৯ ডিগ্রি এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৬-১৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে কী দরজায় কড়া নাড়ছে শীত? সময় হল, সময় হল, ওয়ারড্রোব আর সুটকেসের ঘেঁটে সোয়েটার, জ্যাকেট, ব্লেজার বা পুলওভার বের করার? উদগ্রীব সবাই।