প্রতীক্ষার পালা শেষ, অবশেষে শীত নামল রাজ্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2017 09:31 AM (IST)
কলকাতা: অবশেষে সান্তার হাত ধরে রাজ্যে ঢুকল ঠান্ডা। বড়দিনের সকালে পারদ নামল স্বাভাবিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৩। আগামী কয়েকদিনও পারদ ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।