কলকাতা: রাত আড়াইটে নাগাদ লেকটাউনের বি ব্লকে বহুতলে আগুন। মৃত এক। অগ্নিদগ্ধ ২। গতকাল ওই বহুতলের চারতলায় বেসরকারি সংস্থার কর্মী গৌতম ধাড়ার ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ফ্ল্যাট মালিক গৌতম ধাড়ার।তাঁর স্ত্রী ও কন্যা অগ্নিদগ্ধ হন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।