লেকটাউনে বহুতলে আগুন, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত ১
ABP Ananda, web desk
Updated at:
23 Jul 2016 05:55 AM (IST)
কলকাতা: রাত আড়াইটে নাগাদ লেকটাউনের বি ব্লকে বহুতলে আগুন। মৃত এক। অগ্নিদগ্ধ ২। গতকাল ওই বহুতলের চারতলায় বেসরকারি সংস্থার কর্মী গৌতম ধাড়ার ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১২টি ইঞ্জিন। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয় ফ্ল্যাট মালিক গৌতম ধাড়ার।তাঁর স্ত্রী ও কন্যা অগ্নিদগ্ধ হন। শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -