বিবাদী বাগে অফিসপাড়ায় এলাহাবাদ ব্যাঙ্কের সদর দফতরে আগুন, আতঙ্ক এলাকায়
web desk, ABP Ananda | 05 Jul 2016 06:47 AM (IST)
কলকাতা: বিবাদী বাগের অফিসপাড়ায় এলাহাবাদ ব্যাঙ্কের সদর দফতরে সার্ভার রুমে আগুন। পুড়ে ছাই বহু নথি। অফিসপাড়ায় অগ্নি-নিরাপত্তা নিয়ে প্রশ্ন। আগুনের গ্রাসে সম্পূর্ণ ভস্মীভূত ব্যাঙ্কের সার্ভার রুম। সকাল সোয়া ৯টা নাগাদ বিবাদী বাগে এলাহাবাদ ব্যাঙ্কের সদর দফতরে তিনতলার সার্ভার রুমে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায়। শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক তদন্তে অনুমান।