কলকাতা:  ফের সরকারি হাসপাতালে আগুন। সকাল সাড়ে ৮টা নাগাদ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের ডায়ালিসিস বিভাগে আগুন লাগে। হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে যায় দমকলের ৩টি ইঞ্জিন। আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।