কলকাতা: ফের সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল। বৃহস্পতিবার ঘড়িতে তখন বিকেল পাঁচটা। হঠাৎই আগুন লেগে যায় ন্যাশনাল মেডিক্যাল কলেজের রাজা রামমোহন রায় ব্লকের ৩ তলার শৌচালয়ে। নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। রামমোহন ব্লকের বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। অনেকে রোগী নিজেই ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেন। যদিও অগ্নিকাণ্ডের জেরে কেউ আহত হননি বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিন দমকল আসার আগে নিজেরাই বাইরে থেকে জল দিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন হাসপাতাল কর্মীরা। কিন্তু ওয়ার্ডের ভিতর অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও কেন তা ব্যবহার করা হল না? তাহলে কি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ ছিল না? না কি তা ঠিকমতো কাজ করেনি? উঠছে একাধিক প্রশ্ন।