কলকাতা: পাতিপুকুর রেলব্রিজের কাছে সুভাষ কলোনিতে বিধ্বংসী আগুন। মৃত ২। অগ্নিদগ্ধ অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে ভর্তি। ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস কলকাতা পুরসভার। সকালে ঘটনাস্থলে যান ৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু সেন। কলোনির বাসিন্দাদের জন্য এলাকার ২টি স্কুলে থাকার ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায় পরিস্থিতির উপর নজর রাখছেন বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
শুক্রবার রাত ২টো ৪০ মিনিটে বিধাননগর ও দমদম স্টেশনের মাঝে সুভাষ কলোনিতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ২০টি ঝুপড়ি। আগুন লাগার পরে সিলিন্ডার বিস্ফোরণের শব্দও শোনা যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ঘটনাস্থলে যায় দমকলের ১৬টি ইঞ্জিন। উদ্ধারকাজে নামে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলও। পুড়ে যাওয়া ঝুপড়িগুলি থেকে একই পরিবারের দুই সদস্যের দগ্ধ দেহ উদ্ধার করা হয়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।


এদিকে চোখের সামনে দাউদাউ করে পুড়ে যাচ্ছে ঘর। পুড়ছে গৃহস্থালির জিনিসপত্র। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে শেষ সম্বলটুকু। রাতভর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনও উপায়ই ছিল না পাতিপুকুরের সুভাষ কলোনির বাসিন্দাদের। শীতের রাতে সব হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন তাঁরা। অপরিসর, ঘিঞ্জি এলাকায় ঢুকতে গিয়ে বিপাকে পড়েন দমকলকর্মীরা।

কোনওমতে রেললাইনের উপর দিয়ে জলের পাইপ নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। এর ফলে ভোরের দিকে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।