কলকাতা: রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের বাইরে বিদ্যুতের সাব স্টেশনে আগুন। তীব্র আতঙ্ক এলাকায়। সুরক্ষার কথা ভেবে ঘণ্টাখানেক বন্ধ করে দেওয়া হয় আপ ও ডাউন লাইনের মেট্রো চলাচল।
মঙ্গলবার রাত পৌনে নটা নাগাদ, রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের সাব স্টেশনে কাজ করছিলেন ৭-৮ জন কর্মী। হঠাৎই সেখানে আগুন লেগে যায়। চেষ্টা করলেও আগুন নেভাতে পারেননি স্থানীয় বাসিন্দারা। একসময় সাব স্টেশনের ভিতরে থাকা ট্রান্সফর্মারগুলিতে বিস্ফোরণ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। যদিও শেষমেশ তেমন অঘটন ঘটেনি। এদিকে, যাত্রী সুরক্ষার কথা ভেবে প্রথমে রবীন্দ্রসদন থেকে চাঁদনি এবং পরে রবীন্দ্র সদন থেকে সেন্ট্রাল পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে দমকলের তিনটি ইঞ্জিন। যতীন দাস পার্ক থেকে নিউ গড়িয়া এবং সেন্ট্রাল থেকে দমদম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাবাবিক থাকলেও ব্যস্ত সময়ে মেট্রো চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েন অফিস ফেরত যাত্রীরা