সেলিমপুর ঝুপড়িতে ভয়াবহ আগুন, দেড় ঘন্টা পর শিয়ালদা দক্ষিণ শাখায় শুরু ট্রেন চলাচল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Mar 2020 09:28 PM (IST)
সেলিমপুর রেল লাইনের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন।ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
কলকাতা: সেলিমপুর রেল লাইনের ধারে ঝুপড়িতে ভয়াবহ আগুন।ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। ঢাকুরিয়া স্টেশনের কাছে এই জায়গা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন ছড়ানোর আশঙ্কা দেখা দেয়।আগুনে পুড়ে ছাই হয় বেশ কয়েকটি ঝুপড়ি। আতঙ্কে লাগোয়া বহুতল থেকে নেমে আসেন বাসিন্দারা।রাত পৌনে ৮টা নাগাদ আগুন লাগে।আগুনের উৎস জানা যায়নি।রেল লাইনে ভিড় করেন স্থানীয়রা।বজবজ ছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় বন্ধ হয়ে যায় রেল চলাচল। রেল চলাচল স্বাভাবিক করতে রেললাইন থেকে লোকজনকে সরানোর কাজ শুরু করে পুলিশ।প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর ট্রেন পরিষেবা শুরু হয় । পুড়ে ছাই হয়ে যাওয়া ঝুপড়ি থেকে শেষ সম্বল খুঁজে নেওয়ার চেষ্টা করেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলররা ঘটনাস্থলে আসেন।
কলকাতা (calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -