কলকাতা: ফের শহরে আগুন আতঙ্ক। এবার আগুন লাগল কসবা শিল্প তালুকে একটি জুতো তৈরির কারখানায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাস্থল কসবার শিল্পতালুক। দুপুর সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে হঠাৎই এলাকার একটি জুতো তৈরি কারখানায় আগুন লাগে। ছ’তলা বাড়ির দোতলায় আগুন লাগে। বাড়িতে তখন মজুত প্রচুর দাহ্য পদার্থ আর কেমিক্যাল। আশেপাশে প্রচুর কারখানা ও বসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ঘটনাস্থলে আসে দমকলের ৮টি ইঞ্জিন। প্রচণ্ড ধোয়ার মধ্যে বাড়ির ভেতরে ঢুকতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। অক্সিজেন মাস্ক লাগিয়ে ভেতরে ঢোকেন দমকলকর্মীরা। এক ঘণ্টার চেষ্টায় অবশেষে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ডিজি ফায়ার শ্রী জগদীশ বলেন, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে কসবার মত ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়লে কী হত, তা ভেবে আতঙ্কে এলাকাবাসী।
কসবার শিল্পতালুকে জুতো কারখানায় আগুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Dec 2016 08:16 PM (IST)