ABP Ananda, web desk Updated at:
04 Dec 2016 10:37 AM (IST)
কলকাতা: ছুটির সকালে সাউথ সিটি মলে আগুন, আতঙ্ক। ঘটনাস্থলে দমকলের ২১ টি ইঞ্জিন। আনা হয়েছে স্কাই লার্ডার। মলের ফুডকোর্টে আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ভরে যায়। বন্ধ করে দেওয়া হয় সামনের রাস্তার যান চলাচল। বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করে শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। সকাল ৯ টার কিছু পরে মল থেকে ধোঁয়া বেরতে দেখেন মল কর্মীরা। বেজে ওঠে মলের ফায়ার আলার্ম। সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
সেসময় অনেকেই মলের ভেতর সিনেমা দেখছিলেন। তাঁদের দ্রুত মল থেকে বের করে দেওয়া হয়। খালি করে দেওয়া হয় গোটা মল। মলের পাশেই রয়েছে আবাসন। আতঙ্ক ছড়ায় সেখানেও। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার জেরে আজ মল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
কলকাতা(calcutta) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।