হো চি মিন সরণির গোল্ডেন পার্ক হোটেলে ভয়াবহ আগুন, মৃত ২
ABP Ananda, web desk | 30 Mar 2017 08:38 AM (IST)
কলকাতা: হো চি মিন সরণির হোটেলে আগুন। মৃত ২। রাত ২টো ৫৫ মিনিটে গোল্ডেন পার্ক হোটেলের একতলায় রান্নাঘরে আগুন লাগে। প্রাণ বাঁচাতে কয়েকজন আবাসিক জানালা থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলে যায় দমকলের ১০টি ইঞ্জিন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলও। আগুন নেভাতে ভাঙা হয় কাচ। চারতলা থেকে একজনকে, পাঁচতলার স্টাফরুম থেকে আরেকজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত ঘোষণা করেন চিকিত্সকরা। আবাসিক ও হোটেলকর্মী-সহ বাকি ৩১ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়। প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। হোটেলে পর্যাপ্ত অগ্নি নির্বাপক যন্ত্র ছিল না বলে বিপর্যয় মোকাবিলা দলের অভিযোগ। অগ্নিকাণ্ডে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়েরের প্রক্রিয়া শুরু। হোটেলের দুই শীর্ষ আধিকারিককে আটক করেছে শেক্সপিয়র সরণি থানার পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে ২ জনের মৃত্যুর অভিযোগে হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ৩০৪-এ অর্থাৎ গাফিলতির অভিযোগে মৃত্যু ও দমকল আইনের ১১ জে ও ১১ এফ ধারায় মামলা রুজুর ভাবনা পুলিশের।